লটারিতে নারী এসপিরা যে চার জেলার দায়িত্ব পেলেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নারী কর্মকর্তা নতুন দায়িত্ব পালন করবেন।
এই চার নারী কর্মকর্তা হবিগঞ্জ, শরীয়তপুর, জয়পুরহাট ও বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এই রদবদল কার্যকর হয়। প্রজ্ঞাপনে দেখা যায়- মানিকগঞ্জের এসপি মোছা. ইয়াছমিন খাতুন হবিগঞ্জে, যশোরের এসপি রওনক জাহান শরীয়তপুরে, মাগুরার এসপি মিনা মাহমুদা জয়পুরহাটে, রাজশাহীর এসপি ফারজানা ইসলাম বরিশাল জেলায় পদায়ন হয়েছেন।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের
সূত্র জানায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে) এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর বাকি কর্মকর্তাদের যাচাই-বাছাই করে ফিট লিস্ট তৈরি করা হয়। ওই তালিকার মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জন পুলিশ সুপার নির্বাচিত হন।





