ফুলের গন্ধ নিতে গিয়ে চিরতরে নিভে গেল সানজিদার জীবন

Sanchoy Biswas
মো. মাসুদ রানা, কুমিল্লা
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রী সানজিদা আক্তার (১৩)। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের সিএনজি চালক সোহাগ মিয়ার মেয়ে। দেবীদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা ছিল পরিবারের ছয় সন্তানের দ্বিতীয় সন্তান।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল সানজিদা। আত্মীয়স্বজন ও গ্রামবাসী খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। গোমতী নদী পর্যন্ত খুঁজে দেখা হয়।

বিকেলের দিকে পাশের বাড়ির এক গৃহবধূ মোরশেদা বেগম কাপড় আনতে ছাদে গিয়ে দেখেন, সানজিদা পাশের একটি ভবনের ছাদে বৈদ্যুতিক তার ধরে বসে আছে। দ্রুত খবর দেন প্রতিবেশীদের।

আরও পড়ুন: টঙ্গীতে ভ্রমণব্যাগে পলিথিনে মোড়ানো আট খন্ড লাশের পরিচয় মিলেছে

সানজিদার বাবা সোহাগ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, দৌড়ে ছাদে উঠে দেখি আমার মেয়ে এক হাতে বিদ্যুতের তার ধরে আছে, আরেক হাতে মুষ্টিবদ্ধ ফুল। আমি গায়ের গেঞ্জি খুলে তাকে টেনে নামাই কিন্তু তখন আর কিছু করার ছিল না।

হঠাৎ ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির উঠোনে কান্নার শব্দ থামছে না এক মুহূর্তের জন্যও। ছোট্ট মেয়েটির হাতে ধরা ফুল যেন মৃত্যুর নীরব সাক্ষী হয়ে রইল।