হবিগঞ্জে বিজিবির অভিযানে ১০০ কেজি গাজাঁসহ মদ জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রবিবার ২ নভেম্বর গভীর রাতে এবং সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন সাতছড়ি বিওপি হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গাঁজা, মদ এবং বিয়ার জব্দ করেছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নারাক্ষেত নামক স্থানে মাদক ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজা, মদ ১ বোতল মদ, এবং ৬ বোতল বিয়ার জব্দ করেছে। এছাড়াও অপর একটি অভিযান পরিচালনা করে সকাল সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ নং চা-বাগান নামক স্থান হতে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। জব্দকৃত মাদক দ্রব্যের সিজার মূল্য প্রায় ৩,৫৩,০০০/- (তিন লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা। জব্দকৃত গাঁজা, মদ এবং বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।
আরও পড়ুন: শিক্ষকরা কেবল পাঠদান নয়, ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখেন: ডুয়েট উপাচার্য
গাঁজা ও মদ জব্দ করার বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করাও আমাদের এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে। তিনি বলেন, বিজিবি হলো দেশের জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।#
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আ'লীগ নেতার বোনের বাড়িতে ২৩ তাজা ককটেল উদ্ধার, ভাগ্নিজামাই আটক





