আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার ও সোমবারের মাঝামাঝি সময়ে খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে, পৃথিবীকে ১৫০ বার দেয়া যাবে
স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। রাজধানী কাবুল থেকেও এর কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন এএফপির প্রতিনিধি।
ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য জরুরি সেবার ফোন নাম্বার প্রকাশ করেছে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আরও উন্নতভাবে পুনর্নির্মাণের ঘোষণা ইরানের
তবে নতুন এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
এএফপির প্রতিবেদক জানিয়েছেন, ভূমিকম্পের সময় মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই আশঙ্কা করেন, পুরনো ভবনগুলো ধসে পড়তে পারে।
মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়।
এ বছরের ৩১ আগস্টের ৬ মাত্রার অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছিল, যা আফগানিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ।
বিশেষজ্ঞরা জানান, হিন্দুক কুষের পাহাড়ি অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ।
কারণ, সেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল, যা নিয়মিত ভূকম্পনের জন্ম দেয়।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে।





