চুনারুঘাটে কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত, পিতার অভিযোগ-পরিকল্পিত হত্যা

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৮ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের আলম (১৪) নামের এক কিশোর নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে ওই গ্রামের ফয়জুল হক মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে আলম বাঘাড়ুক গ্রামের কাওসারের সাথে ঢাকা যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় লাল মিয়া পাম্পের সামনে সিএনজির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে নিলে চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কাওসার আহত হয়েছেন। তিনি বাঘাড়ুক গ্রামের জাহির মিয়ার পুত্র।

নিহত আলমের পিতা ফয়জুল হক মিয়া অভিযোগ করে বলেন, “কাওসার একজন মাদক ব্যবসায়ী। সে আমার ছেলেকে মাদক ব্যবসায় জড়িয়ে ফেলে। সকালে একাধিকবার ফোন দিয়ে আলমকে বাড়ি থেকে নিয়ে যায়। এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা।”

আরও পড়ুন: হাদির ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ঘটনার পর ইনাতাবাদ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।