জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
 
                                        জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীদের আবাসস্থল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’-এ বিশেষ বৃত্তি, বই বিতরণসহ ১৪টি পৃথক উদ্যোগ হাতে নিয়েছে ছাত্রদল।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জুলাই-বিপ্লববিরোধী ভূমিকার অভিযোগে ৩০ শিক্ষক-কর্মকর্তা বরখাস্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির তালিকা নিম্নরূপ— ‘০২ নভেম্বর ২০২৫, রবিবার: স্বাস্থ্য পরীক্ষা ও ফিজিওথেরাপি ক্যাম্প; ০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার: ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেমিনার;০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার: আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো—শীর্ষক সৌন্দর্যবর্ধন কর্মসূচি; ০৯ নভেম্বর ২০২৫, রবিবার: মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা; ১০ নভেম্বর ২০২৫, সোমবার: “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের দায়িত্বশীলতা”—শীর্ষক আলোচনা সভা; ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার: বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তির সুযোগ ও ভাষা পরীক্ষার (আইইএলটিএস, টোফেল, জিআরই, এসএটি ও জিম্যাট) প্রস্তুতি বিষয়ক আলোচনা; ১২ নভেম্বর ২০২৫, বুধবার: স্তন ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক কর্মসূচি; ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার: চিকিৎসা সহায়তা বুথ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন; ১৬ নভেম্বর ২০২৫, রবিবার: “চাই কেমন বিশ্ববিদ্যালয়” ক্যাম্পেইনের পুরস্কার প্রদান অনুষ্ঠান।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— '১৭ নভেম্বর ২০২৫, সোমবার: রম্য বিতর্ক প্রতিযোগিতা; ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার: চাকরি মেলা, জীবনবৃত্তান্ত (সিভি) লেখা, সফট স্কিল ও চাকরির সাক্ষাৎকার বিষয়ক কর্মশালা; ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার: ইনডোর ও আউটডোর গেমস প্রতিযোগিতা; ২৩ নভেম্বর ২০২৫, রবিবার: 'নেভিগেট দি চ্যালেঞ্জ অব ইন্ডাস্ট্রি ৪.০: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা ও রোবোটিক্স'—শীর্ষক সেমিনার এবং ২৪ নভেম্বর ২০২৫, সোমবার: দেশীয় ও বহুজাতিক কোম্পানি এবং অন্যান্য অংশীজনদের সমন্বয়ে ‘ব্র্যান্ডিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়’—শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি, উপরে উল্লিখিত অনুষ্ঠান ও কর্মসূচী ছাড়াও আগামী ০৪ নভেম্বর ২০২৫ থেকে প্রতিদিন দুপুর ১২টায় সারপ্রাইজ কুইজ প্রতিযোগিতা চলমান থাকবে।'
আরও পড়ুন: বোরকা–হিজাব পরায় এক নারী শিক্ষার্থীকে থুতু নিক্ষেপ ও শারীরিক হেনস্থা
এছাড়া আলাদা আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে 'নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী' হলে যা কিছু প্রদান করা হবে—
১. ৪টি বুক শেলফ
২. বিসিএস ও ইসলামিক বই প্রদান
৩. ফ্রিডম বেলট প্রদান
৪. প্রতি তলায় ফার্স্ট এইড বাক্স স্থাপন
৫. প্লেট ও পানির গ্লাস প্রদান
৬. ইনডোর খেলা আয়োজন
৭. রম্য বিতর্ক প্রতিযোগিতা আয়োজন
৮. কুইজ প্রতিযোগিতা আয়োজন
৯. পাঁচতলায় পর্দা ও পাইপ প্রদান
১০. রুমের সামনে ডাস্টবিন স্থাপন
১১. জুতা রাখার শেলফ প্রদান
১২. ইওগা ম্যাট প্রদান
১৩. গরম ও ঠান্ডা পানির ফিল্টার স্থাপন
১৪. বিশেষ বৃত্তি প্রদান
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে। আমরা যতটুকু সম্ভব শিক্ষার্থীদের জন্য কল্যাণমুখী কাজ করতে চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় আমাদের এই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এটি জকসু কে সামনে রেখে কোনো কর্মসূচি নয়। এটি ছাত্রদলের ধারাবাহিক কাজের অংশ হিসেবে চলমান একটি প্রক্রিয়া। আগামীতে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব এসব কর্মসূচি চলমান থাকবে।”





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    