জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৬ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিং শেষে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে মিটিং পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: শিবির কর্মী-চাকসু নেতা বোরহানের শহীদ হাদীকে জড়িয়ে ছাত্রদল নিয়ে মিথ্যাচার

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতিমধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করি একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন উপাচার্যের নেতৃত্বে সুষ্ঠু, নিরাপদ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, আমরা আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন করতে কোথাও কোনও বাধা নেই। নির্বাচনী যাবতীয় প্রস্তুতিসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে আরও জোরালোভাবে ভাবা হচ্ছে। জকসু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি আগ্রহ ও জমজমাট ক্যাম্পাস দেখতে পাচ্ছি। সবার সহযোগিতায় আগামী ৩০ ডিসেম্বর একটি সুন্দর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২১ দফা ইশতেহার ঘোষণা

উপাচার্য আরও বলেন, “উপদেষ্টারা আমাদের সব কথা শুনে সন্তুষ্ট হয়েছেন। নির্বাচন আয়োজন নিয়ে আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তাদের অভিজ্ঞতার আলোকে। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। বিদ্যালয়ের কমিশন ছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা থাকবে অনেক বেশি। জকসুর ভোট গণনা হবে মেশিনের মাধ্যমে। আমরা পর্যাপ্ত পরিমাণ মেশিন রাখব।”

এ সময় ওই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, জকসু নির্বাচন কমিশনার।