ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচিতে আংশিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশোধিত প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মনোনয়নপত্র বাছাই, আপিল দাখিল এবং আপিল নিষ্পত্তির তারিখের সংশোধন। গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ২১-২৭ পৌষ ও ৫-১১ জানুয়ারির পরিবর্তে ২১-২৫ পৌষ ও ৫-৯ জানুয়ারি করা হয়েছে। এছাড়া, ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ ২৮ পৌষ-৪ মাঘ ও ১২-১৮ জানুয়ারি থেকে পরিবর্তন করে ২৬ পৌষ-৪ মাঘ ও ১০-১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: রোববার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বসছেন সিইসি
নির্বাচন কমিশন জানিয়েছে, এই সংশোধন মূলত ১১ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের নির্দিষ্ট তারিখ ও তথ্যগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।
আরও পড়ুন: শহীদ হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতে থাকবে পুলিশ প্রহরা





