হাদি হত্যা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালক ফের ৪ দিনের রিমান্ডে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলার তদন্তে পল্টন থানায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে আদালত ফের ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ এই রিমান্ড আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শেষে মামলার আরেক আসামি রেন্ট-এ-কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর আসামিদের প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদঘাটন, সহযোগী ও অর্থদাতা শনাক্ত, পলাতক আসামিদের গ্রেফতারের প্রয়োজন উল্লেখ করে রিমান্ড আবেদন করেন।
এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার আসামিরা হলেন: ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মো. কবির এবং ভারতে পালাতে সহায়তাকারী সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিম।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল





