প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন বেড়ে দশম গ্রেডে উন্নীত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩১ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর থেকে প্রধান শিক্ষকরা নতুন বেতন-ভাতা পাবেন। নতুন বেতন স্কেলের অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (১২,৫০০-৩০,২৩০ টাকা) থেকে দশম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)-এ উন্নীত করা হলো। এর আগে প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পেতেন।

আরও পড়ুন: গবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে সিয়াম-নাহিদ

প্রসঙ্গত, সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নেওয়া হয়। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিও অনুমোদন দেয়। সব ধাপ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৫ ডিসেম্বরের তারিখে প্রজ্ঞাপন জারি করেছে, যা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে।

সর্বোচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার কথা বলা হলেও বিষয়টি আটকে ছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়।

আরও পড়ুন: জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন (শুরুর মূল বেতন ১১,০০০ টাকা)। তারা বেতন গ্রেড ১১তম করার দাবিতে ৩ দফা দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবটি জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে, এবং কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫,৫৬৯টি। শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক রয়েছেন প্রায় ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন, যেখানে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি।