দেখা নেই সূর্যের, কুয়াশা ও হিমেল হাওয়ায় কাঁপছে নওগাঁ
কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ভোরের আকাশ ঢেকে থাকছে, কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। ঝিরঝির কুয়াশা ও হিমেল বাতাসে ভিজে যাচ্ছে সড়ক-মাঠ, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।
রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা দুই দিন ধরে মেঘ ও কুয়াশার চাদরে সূর্য আড়ালে থাকায় শীতের অনুভূতি বেড়েছে। তিনি বিশেষ প্রয়োজন ছাড়া খুব ভোরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল হাওয়া যোগ হয়ে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে।
আরও পড়ুন: ফেরি থেকে নদীতে পড়ল ট্রাকসহ ৫ যানবাহন, উদ্ধার ৩ মরদেহ
আবহাওয়ার এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও পথচারীদের ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।





