অনশনরত তারেকের প্রতি বিএনপির সংহতি জানালেন রুহুল কবির রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাতে আসেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব: তাসনিম জারা

রিজভী বলেন, “আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, কিন্তু আবেদনটি গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে, কিন্তু তারেকের দল কেন দেওয়া হলো না, তা বোঝা যাচ্ছে না। তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলেছে।”

তিনি আরও বলেন, “তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। সে কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকত, তাহলে সে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করত। রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই তার প্রাপ্য।”

আরও পড়ুন: ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন

এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।