স্বৈরাচার পতনের বর্ষপূর্তি ও গণঅভ্যুত্থান দিবসে ঢাকঢোল পিটিয়ে বিজয় মিছিল

বগুড়ায় গত ৬ই আগস্ট বিকালে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে বিজয় মিছিল করা হয়। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্মরণ, আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল আয়োজন করে বিভিন্ন রাজনৈতিকসহ সামাজিক সংগঠন। গত ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে মঙ্গলবার ও গতকাল বুধবার নানা কর্মসূচি পালিত হয়েছে। বগুড়া সদরে বিএনপির বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন প্রমুখ।
নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
আরও পড়ুন: যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু
গতকাল ৬ই আগস্ট বুধবার বিকালে শহরের রেলওয়ে ট্রাস্ট মার্কেটের সামনে থেকে ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল-এর সভাপতি আব্দুল আজিজ হিরা। আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম, সানাউল হোসেন, জিয়াবুল ইসলাম জিয়া, আরিফ সরকার টিয়া, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, খায়রুল হাসান কোমল, বগুড়া সদর প্রজন্মদল-এর আহ্বায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা প্রমুখ।
এছাড়া শহরে গণমিছিল বের করে বগুড়া শহর জামায়াতে ইসলামী। শহীদ খোকন পার্কে শহর জামায়াতের আমির ও দলটির বগুড়া-৬ আসনের মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনের মনোনীত অধ্যক্ষ শাহাবুদ্দিন।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন