ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

ঢাকা-সিলেট সহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার রামপুর নামক স্থানে ০৩ আগষ্ট বিকেলে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে ৫জন।
রোববার (০৩ আগষ্ট) বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে ঢাকা অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তখনই পেছন দিক থেকে আসা সিলেট অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়। ০১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। নিহতরা হলেন, সদর উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৮), একই গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম হোসেন (২৮) এবং রংপুর জেলার ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (৩০)। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় ০১জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন