সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং অভিজ্ঞ কূটনীতিক আবুল হাসান মাহমুদ আলী আর নেই। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঐকমত্য কমিশনের মোট ব্যায় ১কোটি ৭১লাখ, আপ্যায়নে ৪৫ লাখ

শোকবার্তায় বলা হয়, আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।