‘বেহেশতের নিশ্চয়তা দিলে প্রার্থিতা ছেড়ে দেব’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৫৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, “আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব। রোববার (২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক যুব সমাবেশে জামায়াতের প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক আরও বলেন, “১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যারা সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত অস্বীকার করে ক্ষমতায় যেতে চায়—বাংলাদেশের মানুষ তাদের কখনও মেনে নেবে না।”

আরও পড়ুন: সুনামগঞ্জ ১ আসনে আনিসুল ৩ কয়ছর ৫ মিলন

উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সভাপতিত্বে এবং সদস্য সচিব এহতেশামুল গণি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলি ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা এটিএম জিয়া উদ্দিন বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন।

সভায় বক্তারা বিএনপি ও যুবদলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে আগামীর রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

আরও পড়ুন: সাতক্ষীরায় পানি ফল চাষে কৃষি বিপ্লব, অর্থনীতিতে বইছে নতুন সুবাতাস