নির্বাচনের পরেই হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
আগামী জাতীয় নির্বাচনের আগে তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন ‘বিশ্ব ইজতেমা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তাবলীগ জামাতের জোবায়ের ও সাদপন্থী দুই গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ
ধর্ম উপদেষ্টা বলেন, *“তাবলীগ জামাতের দুই পক্ষই নির্বাচনের পর ইজতেমা আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।”* তিনি আরও জানান, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তাই উভয় পক্ষ স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন শেষে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ঈদুল ফিতরের পর পুনরায় বৈঠক করে ইজতেমার নির্দিষ্ট তারিখ এবং কোন পক্ষ আগে বা পরে আয়োজন করবে তা নির্ধারণ করা হবে। তবে একসঙ্গে একটি বিশ্ব ইজতেমা আয়োজনের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: কয়েকটি দলের মন যুগিয়ে চলার নীতি সরকারকে বাদ দিতে হবে: তিন দলের যৌথ সভায় বক্তারা
প্রথা অনুযায়ী প্রতিবছর শীত মৌসুমে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এই বিশ্ব সমাবেশে লাখো মুসল্লি অংশ নেন।
বৈঠকে তাবলীগ জামাতের দুই পক্ষের মোট ১২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন— সৈয়দ ওয়াসিফ ইসলাম, মুনির বিন ইউসুফ, লিয়াকত সিদ্দীকি, হাসানুল হায়দার, আব্দুস সালাম, জুবায়ের, মাহফুজুল হান্নান, শাহরিয়ার মাহমুদ, সাজিদুর রহমান, মাহফুজুল হক, জুনায়েদ আল হাবিব ও মাওলানা মাহফুজ।
এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানও উপস্থিত ছিলেন।





