নিউইয়র্কে মামদানির জয়ে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্ক সিটির নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানির জয় দেশটির ‘সার্বভৌমত্বের ক্ষতি’ ঘটিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, শহরটি এখন “কমিউনিস্ট শহরে” পরিণত হতে পারে।
তবে মামদানি এসব আক্রমণের মধ্যে থেকেও উল্লেখ করেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। বুধবার তার নির্বাচনী জয়ের পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা একসঙ্গে নিউইয়র্কবাসীর সেবা করতে পারি। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপ নেওয়া সম্ভব।
আরও পড়ুন: যুদ্ধ চাই না, কিন্তু ‘যুদ্ধের জন্য প্রস্তুত’: আরাঘচি
ট্রাম্প আরও বলেন, ফ্লোরিডা শিগগিরই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয়স্থল হয়ে উঠবে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সামনে প্রশ্ন রাখেন, আমরা কমিউনিজম নেব, না সাধারণ বুদ্ধিমত্তা?
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র হিসেবে ৩৪ বছর বয়সী মামদানি প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন। তিনি নিজের নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার উচ্চ ব্যয়, মুদ্রাস্ফীতি ও বাজারদর বৃদ্ধি নিয়ে ফোকাস রেখেছিলেন। নির্বাচনী জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন,
আরও পড়ুন: বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত
প্রেসিডেন্টের জন্য শেখার বিষয় হলো শুধু সমস্যা চিহ্নিত করা নয়, তার সমাধানেও কাজ করা।
মামদানির বিজয় মার্কিন রাজনীতিতে নতুন দৃষ্টিকোণ নিয়ে এসেছে। তিনি কার্যত ‘আউটসাইডার’ থেকে নিউইয়র্কের সবচেয়ে বড় শহরের নেতৃত্বে পৌঁছেছেন এবং এখন ট্রাম্পসহ অন্যান্য রাজনৈতিক পক্ষের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত।





