ঢাবির অধিভুক্তি বাতিল, সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে নিয়ে গঠিত হতে যাচ্ছে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়—‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সোমবার (৪ আগস্ট) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানাবেন।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে চারটি অনুষদে ২৩টি বিষয়ে। প্রথমবারের মতো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করার সুযোগ পাবেন। ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ পাবে।
আরও পড়ুন: রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ: উমামা ফাতেমা
সাত কলেজের ওপর ভিত্তি করে গঠিত এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গড়ে উঠবে সরকারি বাঙলা কলেজের ২৫ একর জমিতে। বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস হবে, তবে পরীক্ষাগুলো নিতে হবে সরাসরি।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে সনদ পাবেন। ভর্তি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে—২২ ও ২৩ আগস্ট তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ জালিয়াতি: নজরুল বিশ্ববিদ্যালয়ে আটক ৩
বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামোতে থাকবেন একজন উপাচার্য, দুইজন উপ-উপাচার্য, একজন কোষাধ্যক্ষ ও একজন প্রক্টর। সাত কলেজের প্রতিটিতে এক নারী ও এক পুরুষ ডেপুটি প্রক্টর নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে।
অ্যাডমিশন সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ আগস্ট থেকে এবং আসন বিন্যাস দেখা যাবে ২০ আগস্ট থেকে।