সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন

গাজীপুরের চান্দিনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৯ আগষ্ট) সকালে নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন
এসময় বিএমএসএফের নেতৃবৃন্দরা অভিযোগ করেন হত্যাকন্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের স্পট দেখা যাচ্ছে। তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার এই মৃত্যুে পুরো দেশে গভীর শোকে আচ্ছন্ন। আর বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কিন্তু এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না, আর এই দায়মুক্তির সংস্কৃতিই নতুন হত্যাকাণ্ডকে উৎসাহ দিচ্ছে।
বিএমএসএফ’র সভাপতি মোস্তাফিজ বলেন, তুহিন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের চাকরি হারানো, গুম হওয়া, এমনকি খুন হওয়া—এসব এখন নিত্যদিনের ঘটনা। আমরা আর চুপ থাকব না। সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তবে আন্দোলন অনিবার্য।
আরও পড়ুন: যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু
সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, আমরা সারাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আজকে আমরা আমদের সহকর্মীর হত্যার বিচারের দাবিতে নিজেরাই আন্দোলনে নেমেছি, এর চেয়ে আর ভালো সাংবাদিক হতে কি করতে হবে, আমি বলি ভাল সাংবাদিক হইয়ো না। কারণ আমাদের দেশের ভালো সাংবাদিকরা গুম, খুন ও হত্যার শিকার হতে হয় অথবা জীবন বাঁচাতে দেশ ছেড়ে চলে যেতে হয়। আমি আফসোস করে বলি এদেশে কোনো দিন ভালো সাংবাদিক জন্ম নিবে না। আমি হুঁশিয়ারি করে বলতে চাই, গুম, খুন, ও হত্যা করে আমাদের থামাতে পারবে না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সহসভাপতি মাইনউদ্দিন সরকার (সাপ্তাহিক আজকের চেতনা), আফরোজা মিনা (বিজয় টিভি), মুজিবুর রহমান (আলোকিত প্রতিদিন), আ. রাজ্জাক মিয়া (সাপ্তাহিক আজকের চেতনা), আল-আমিন (এটিন নিউজ), সফিকুল ইসলাম (প্রতিদিনের সংবাদ) ইতি খানম (মাতৃজগত) সহ আরও অনেক সাংবাদিকবৃন্দ।