নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ পর্যালোচনায় বিএনপির কমিটি গঠন

নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও প্রয়োজনীয় সমন্বয়ের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ছয় দফা দাবি
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জেকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।
কমিটি নির্বাচন কমিশনের ঘোষিত সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম বিশ্লেষণ করে দলীয় অবস্থান নির্ধারণে সুপারিশ করবে বলে জানা গেছে।