ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শাহ রিয়াজুল হান্নান

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে মা-বোনদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ডাকসু ও জাকসুর নির্বাচনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ঘাপটি মেরে থেকে সুবিধা বুঝে এখন মূর্তিমান আতঙ্কে রূপ নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট “ফ্যাসিবাদের পতনের” পর একটি স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাইছে এবং সুকৌশলে মা-বোনদের বিভ্রান্ত করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ মোকাবেলায় বিএনপি নেতৃত্ব দিয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সহায়ক ভূমিকা পালন করেছে।
তিনি ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলার রায়েদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল বেপারী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল। এসময় ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
তিনি নিজেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উল্লেখ করে বলেন, কাপাসিয়ার উন্নয়নে আমার পিতা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আজীবন কাজ করে গেছেন। তাঁর অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে।