কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনাও ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনন্দ (২০) নামের এক যুবক।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আনন্দের বাবার নাম মো. তাহের মিয়া।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভৈরব পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেন গ্রুপ এবং আড়াই বেপারি বাড়ির ভুবন গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যার পর ফের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, আড়াই বেপারি বাড়ির ভুবন গ্রুপ ও আলিম সরকারের বাড়ির রুজেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসাধীন অবস্থায় আনন্দ নামে এক যুবক মারা গেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।