সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় গরু আটক

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)’র অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)’র সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপির সদস্যরা গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১২২২/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ পথে আনা এই ১২টি ভারতীয় গরু আটক করেন। এ গরুগুলোর আনুমানিক বর্তমান বাজার মূল্য ৬ লাখ টাকা হবে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির ভারতীয় গরুগুলো আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি’র সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে।