ডাকসু নির্বাচন নিয়ে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্টরা: প্রশাসন

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫২ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এসব কর্মকাণ্ড ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে।

আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়

প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে আবারও জোর দিয়ে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনকে প্রায় সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নির্বাচনে কিছু বিচ্ছিন্ন অভিযোগ উঠলেও তদন্তের পর তার ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস

চীফ রিটার্নিং অফিসারের ভাষ্য অনুযায়ী, দেশে-বিদেশে এবারের নির্বাচন প্রশংসিত হয়েছে এবং এ ধরনের নির্বাচন দেশের ইতিহাসে বিরল। বিজ্ঞপ্তিতে এটিকে “ঐতিহাসিক” বলে অভিহিত করা হয়। ও ভালোবাসা।