জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

গতকাল জেদ্দা ওয়াদিমুরেখ ইস্তেরাহা যিয়াফায় অনুষ্ঠিত হয় জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরী শাখার শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান।
এতে মাওলানা আব্দুস সামাদ সাহেবের সভাপতিত্বে ও মাওলানা বিলাল উদ্দীন, মাওলানা উবায়দুল্লাহ আশরাফ ও এইচ এম জাকারিয়ার যৌথ পরিচালনায় — হাফিজ আমিনুল ইসলাম ও হাফিজ নুমান আহমদ এর তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছে বাংলাদেশ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেটের সিংহ পুরুষ, জমিয়তের পুরোধা শায়খ আব্দুল্লাহ হরিপুরী রাহ. এর সুযোগ্য সন্তান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা হিলাল আহমদ সাহেব দা.বা.।
আরো বক্তব্য রাখেন মাওলানা আবুল জলিল সাহেব
আরও পড়ুন: জেদ্দায় শুরু হচ্ছে তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো, অংশ নিচ্ছে বাংলাদেশ
সভাপতি সৌদিআরব জমিয়ত।
মাওলানা হারিছ উদ্দীন নির্বাহী সদস্য কেন্দ্রীয় জমিয়ত।
মাওলানা মাসউদ কামাল, মাওলানা মুখলিছুর রহমান।
হাফিজ হোসন আহমেদ।
মাওলানা আব্দুর রহমান চৌধুরী।
হাফিজ এহসান উদ্দীন।
হাফিজ নুরুল ইসলাম।
হাফিজ আমিনুল ইসলাম।
মাওলানা সাদিকুর রহমান।
মাওলানা এনামুল।
মাওলানা কবির।
মাওলানা আসিম মাসুম।
এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম সৌদিআরবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জমিয়ত একটি প্রাচীনতম সংগঠন। যার নেতৃত্বে বৃটিশ বিরোধী আন্দোলন সফল হয়। জমিয়ত তার প্রতিষ্ঠালগ্ন থেকে ঈমান, আক্বিদা, ইসলামী সংস্কৃতি, তাহযিব-তামাদ্দুনের হেফাজতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনেও নেতৃত্বদানকারী অন্যতম সংগঠন জমিয়ত। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে আসছে।
বক্তারা সুস্পষ্ট ভাষায় বলেন, জমিয়ত তার ঐতিহ্যকে আকড়ে ধরে ন্যায় ইনসাফ ও বাংলাদেশ পন্থার রাজনীতিতে বিশ্বাসী।
জমিয়ত ভারতের গোলামী থেকে মুক্ত হয়ে নতুন ভাবে আমেরিকার গোলাম হতে চায় না। জমিয়ত বাংলাদেশের মানুষকে সর্বদা দেশের স্বকীয়তা বজায় রেখে রাজনীতির আহ্বান করে।
সভায় বক্তারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী রাহ. এর হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য রাষ্ট্র ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত অনুষ্ঠানে জমিয়তী সঙ্গীত পরিবেশন করেন, জেদ্দা মহানগর জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা কাওসার সিদ্দিকী।
সর্বশেষ প্রধান অতিথি মাওলানা হিলাল আহমদ হাফি. এর দোআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।