ঢাবিতে হিজাব-নন হিজাব, আধুনিক পোশাক সকলের সমান অধিকার: সাদিক কায়েম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পোশাক বা ব্যক্তিগত পরিচয় নিয়ে হস্তক্ষেপ বা হেয় করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। হিজাব পরা শিক্ষার্থী যেমন অধিকারভুক্ত, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরার অধিকারও সমানভাবে রক্ষা করা হবে।

‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচিত সাদিক কায়েম বলেন, নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষা করা জোটের মূল অঙ্গ। নির্বাচনের সময় নারী শিক্ষার্থীদের ভোট প্রাধান্য পাওয়ার পেছনে দীর্ঘদিন ধরে চালানো প্রপাগান্ডা ভাঙার পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের জন্য কার্যক্রমের প্রভাব রয়েছে।

আরও পড়ুন: ভিপি সাদিক কায়েম : ‘ভাই হয়ে থাকব, ছাত্র হয়েই পরিচয় দেব’

তিনি জানান, জোটের ইশতেহারে নারীদের জন্য স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সম্পর্কিত সমস্যা সমাধানের পরিকল্পনা রয়েছে এবং শিগগিরই এগুলো বাস্তবায়িত হবে।

সাদিক আরও বলেন, ঢাবি একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান। এখানে স্বাধীনতার ওপর কোনো সীমাবদ্ধতা নেই। পোশাক, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হস্তক্ষেপের সুযোগ নেই; শিক্ষার্থীরা তাদের পছন্দ ও রুচি অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।

আরও পড়ুন: ডাকসুতে প্রার্থীরা কে কত ভোট পেলেন