রাজধানীতে হঠাৎ জয় বাংলা মিছিল, ১১ জন গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে হঠাৎ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বেড়িবাঁধ এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে মিছিলটি শুরু হয়। তবে ১৫–২০ জন যুবক মাত্র পাঁচ মিনিট অবস্থান করে ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: কিল-ঘুষি খেয়েও সন্দেহভাজনকে ধরলেন যুবদল নেতা

গ্রেপ্তারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

স্থানীয় বাসিন্দা মো. আরজু জানান, সকালে কিছু তরুণ হঠাৎ জড়ো হয়ে ব্যানার হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় পাঁচ মিনিট পর তারা পালিয়ে যায়। এরপর পুলিশ এসে ১১ জনকে আটক করে।

আরও পড়ুন: ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি: রাজউক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে। দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’—এমন স্লোগান দেন।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঝটিকা মিছিলের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কারা সরাসরি অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে, তা যাচাই করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।