বঙ্গোপসাগরে দুই লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

আগামী দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং আরেকটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ পূর্বাভাস দেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, যে অঞ্চলগুলোতে ভারী বর্ষণের আভাস
আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এছাড়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ২৪ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘনীভূত হতে পারে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন: সকাল থেকে মুষলধারে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তি অফিসগামীরা
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একইভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।