নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আজ

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় এ তথ্য জানান।
আরও পড়ুন: সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর
বার্তায় জানানো হয়, সোমবার বিকেল ৪টায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা নির্বাচন কমিশনে উপস্থিত হবেন।
এর আগে গত ৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছিল এনসিপির প্রতিনিধি দল। সে সময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
আরও পড়ুন: নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা: আমীর খসরু