রাজনৈতিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা, আটক ২

নেত্রকোনার খালিয়াজুরী সদর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে দুই রাজনৈতিক কর্মীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তারা হলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁনপুর গ্রামের মোহাম্মদ ফুল মিয়ার ছেলে হাবিব প্রিন্স এবং খালিয়াজুরী উত্তরপাড়ার ছাবিল মিয়ার ছেলে যুবলীগের নেতা কোলন মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে হাবিব প্রিন্স ও কোলন মিয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে এলাকার যুবকরা মাদকের দিকে আকৃষ্ট হচ্ছিল এবং রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল। আটকের পর সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এটি এলাকার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
খালিয়াজুরী থানার (ওসি) মকবুল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা