আজ ভারতের মুখোমুখি লাল-সবুজ বাহিনী

ভারতকেও হারানো সম্ভব—কথাটা অকপটেই বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। তার বিশ্বাস, সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষেও জয় পেতে পারে টাইগাররা।
কোচের এই আত্মবিশ্বাসই যেন প্রমাণ করছে, সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর মানসিকভাবে ফুরফুরে মেজাজে রয়েছে টিম টাইগার্স। স্বপ্ন দেখছে এশিয়া কাপের ফাইনালে খেলার।
আরও পড়ুন: তামিমের অভিযোগের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ক্রীড়া উপদেষ্টার
উল্লেখ্য, হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচেই দারুণ সূচনা করেছে লিটন দাসের দল। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে প্রতিশোধও নিয়েছে টাইগাররা। কারণ গ্রুপ পর্বেই এই লঙ্কানদের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছিল তারা।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।