সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে সিপিএসসিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী।
তিনি জানান, একটি চক্রের নারী সদস্য বাদশাহ নামের একজনকে বিরক্ত করছিল। এতে ক্ষিপ্ত হয়ে বাদশাহ সেই নারীকে আঘাত করেন। এরপর চক্রের সদস্যরা বাদশাহকে ছুরি নিয়ে ধাওয়া করে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক তুহিন বিষয়টি ভিডিও করছিলেন। চক্রের সদস্যরা বিষয়টি দেখে তাকে আক্রমণ করে।
আরও পড়ুন: রংধনু গ্রুপের মালিক আন্ডা রফিকের ৮৭৮ কোটি টাকা পাচারে মামলা ও সম্পত্তি ক্রোক
মামুন খান চিশতী বলেন, সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এই কারণটি পাওয়া গেছে। তবে বিস্তারিত তদন্তে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন, সুমন, মো. ফয়সাল হাসান ও মো. শাহ জালাল। বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর