ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাস্কায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বহুল প্রতীক্ষিত ঘোষণায় ট্রাম্প এ তথ্য জানান। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন, সমঝোতায় উভয় পক্ষের জন্য লাভজনক কিছু ভূখণ্ড বিনিময় হতে পারে। ট্রাম্প বলেন, "কিছু ভূখণ্ড বিনিময় হবে, যা দুই পক্ষের জন্যই মঙ্গলজনক হবে।"

ট্রাম্পের ঘোষণার পর ক্রেমলিনও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, দুই নেতা ‘ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা’ নিয়ে আলোচনা করবেন। তিনি যোগ করেন, "এটি চ্যালেঞ্জিং হবে, তবে আমরা এতে সক্রিয়ভাবে অংশ নেব।"

আরও পড়ুন: গাজায় একতরফা গণহত্যা চলছে: জাতিসংঘে এরদোয়ান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বলেন, রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা গেলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি জানান, সাম্প্রতিক দিনে তিনি ডজনখানেক দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

চলতি সপ্তাহে মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। উভয় পক্ষের দাবি, বৈঠকে ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে গাজায় ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

পুতিনের দাবি, লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন—এই চারটি অঞ্চল এবং ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার অংশ, যদিও এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এমন এক চুক্তির দিকে এগোচ্ছে যাতে রাশিয়ার দখল করা ভূখণ্ডে মস্কোর নিয়ন্ত্রণ বহাল থাকে।