সাভারে বিএনপির নেতাকর্মীদের আনন্দ র‌্যালি

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা বাংলাদেশে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র‌্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা।

দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ র‌্যালি বের করেন সাভার পৌর উপজেলা ও আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা। আনন্দ র‌্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। এসময় আনন্দ র‌্যালিতে সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পৌর বিএনপি'র সহ সভাপতি  ফেরদৌস আহাম্মেদ প্রদিপসহ বিএনপির  বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

অপরদিকে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের বিজয় র‌্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা জেলা উত্তর খেলাফত মজলিশ। সাভার মডেল মসজিদের সামনে থেকে থেকে খেলাফত মজলিশ এর নেতাকর্মীরা একটি আনন্দ র‌্যালি বের করেন।