ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ
ছবিঃ সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ।
শনিবার (৯ আগস্ট) গোয়াইনঘাট সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। তিনি সোনারহাট ক্যাম্পের এক বিজিবি সদস্য বলে জানা যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় পিয়াইন নদীতে ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও





