জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির প্রথম বার্ষিকীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও পড়ুন: ২৫ ডিসেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্রকে আমরা স্বাগত জানাই। এটি ভালোভাবে পড়ে আমরা দ্রুতই একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।”

জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা রয়েছে এই ঘোষণাপত্রে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তপশিলে এটি যুক্ত করা হবে। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে উল্লেখ করা হবে।

আরও পড়ুন: সুপ্রীম কোর্টের স্টে থাকা সত্বেও রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে ক্যাবিনেটের সিদ্ধান্তে নানা প্রশ্ন

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনার পতন ঘটে। এরপর গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।