মাইকেল জ্যাকসনের নোংরা মোজা বিক্রি হলো ৮৮০০ ডলারে

পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের পরা একটি মোজা সম্প্রতি এক নিলামে ৮ হাজার ৮২২ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ১৯৯৭ সালে ফ্রান্সের নাইমস শহরের এক কনসার্টে এই মোজাটি পরেছিলেন তিনি। ফরাসি নিলামকারী অরোর ইলি জানান, কনসার্ট শেষে জ্যাকসনের ড্রেসিং রুমের কাছ থেকে এক টেকনিশিয়ান মোজাটি কুড়িয়ে পান। এরপর সেটিকে ফ্রেমে রেখে প্রায় ২৮ বছর ধরে সংরক্ষণ করা হয়।
নিলামটি অনুষ্ঠিত হয় interencheres.com ওয়েবসাইটে, যেখানে জানানো হয়—এই অফ-হোয়াইট অ্যাথলেটিক মোজাটি জ্যাকসনের ‘হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুর’-এর সময় পরা হয়েছিল। তার বিখ্যাত গান ‘বিলি জিন’-এর পারফর্ম্যান্সে এমন মোজা পরতে দেখা যেত তাকে।
আরও পড়ুন: প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান
ওয়েবসাইটে দেওয়া ছবিতে দেখা গেছে, মোজাটিতে সময়ের ছাপ পড়েছে। সাদা কাপড়ে দাগ, আর লাগানো পাথরগুলো কিছুটা হলুদ হয়ে গেছে। অরোর ইলি বলেন,এটি কেবল সংগ্রহযোগ্য নয়, বরং ভক্তদের জন্য এক আবেগময় স্মারক।
প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ৩ হাজার থেকে ৪ হাজার ইউরো, কিন্তু শেষ পর্যন্ত এটি বিক্রি হয় ৭ হাজার ৬৮৮ ইউরোতে (৮ হাজার ৮২২ মার্কিন ডলার)।
আরও পড়ুন: ঢাকায় ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’ উদ্বোধন, নেতৃত্বে মেঘনা আলম
এই প্রথম নয়—মাইকেল জ্যাকসনের পরা আইকনিক পোশাকগুলো অতীতেও অনেক দামি দামে বিক্রি হয়েছে।
২০০৯ সালে তার প্রথম ‘মুনওয়াক’ নৃত্যে ব্যবহৃত গ্লাভস বিক্রি হয় ৩ লাখ ৫০ হাজার ডলারে। সেই পারফর্ম্যান্সের সময় পরা টুপি বিক্রি হয় ২০২৩ সালে ৮০ হাজার ডলারে।
এছাড়া, ১৯৮৪ সালের পেপসি বিজ্ঞাপনে পরা চামড়ার জ্যাকেট বিক্রি হয় ৩ লাখ ডলারে।