আইএফআইসি ব্যাংকে আবারও উত্তাল কর্মসূচি

চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান ও মানববন্ধন করেছেন আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার সকালে পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা
এ সময় বক্তারা বলেন, আমরা অন্যায়ভাবে ও জোরপূর্বক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা ২০২১ সাল থেকে চাকরিতে পুনর্বহালের জন্য আন্দোলন করে আসছি। গত ফ্যাসিস্ট সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও তার সহযোগী মুদ্রাপাচারকারী সাবেক এমডি শাহ আলম সারোয়ারের হস্তক্ষেপের কারণে আমরা সফলতা লাভ করতে পারিনি।
তারা আরও বলেন, ৫ আগস্টের পর আমরা পুনরায় ৮ আগস্ট থেকে দীর্ঘ তিন মাস চাকরিতে পুনর্বহাল করার জন্য আন্দোলন করে আসছি। বর্তমান এমডি মনসুর মোস্তফা চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যেটির প্রমাণস্বরূপ আমাদের কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। আমাদেরকে আইএফআইসি ব্যাংকে অ্যাপ্লিকেশন (আবেদন) জমা দিতে বলেন তিনি। ফলে আমরা ৪০৩টি অ্যাপ্লিকেশন আইএফআইসি ব্যাংকে জমা দিই। তার রিসিভ কপি আমাদের কাছে সংরক্ষিত আছে।
আরও পড়ুন: বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত
অবস্থান ও মানববন্ধনে কয়েকটি দাবি জানিয়েছেন তারা। তাদের প্রধান দাবিগুলো হলো:
১. সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা।
২. যাদের চাকরিতে ফেরার বয়সসীমা পেরিয়ে গেছে, তাদের ক্ষতিপূরণ বা অন্যান্য বেনিফিট প্রদান।
৩. বাংলাদেশ ব্যাংক যেন কোনো একতরফা প্রতিবেদন না দেয়, এবং চাকরিচ্যুতদের সঙ্গে যোগাযোগ করে বাস্তবতা যাচাই করে রিপোর্ট দেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ মো. আইয়ুবুর রহমান, সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক সিনিয়র অফিসার মো. মুর্শেদুল আলম তালুকদার ও মো. দেলোয়ার হোসেন প্রমুখ।