ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙ্গে পুলিশি বাঁধা উপেক্ষা করে শাহবাগে জবি শিক্ষার্থীরা

Abid Rayhan Jaki
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি:
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৪ | আপডেট: ৭:৪২ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোটা ব্যবস্থার স্থায়ী সংস্কারের এক দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙ্গে ও পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে কেন্দ্রিয় কোটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল সাড়ে চারটায় উন্মুক্ত লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু

এই সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের রুখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বাঁধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির তালা ভেঙে বিক্ষোভ মিছিলটি বের করেন। 

এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের পুরান ঢাকার শাঁখারী বাজার ও রায়সাহেব বাজার মোড়ে পুলিশ ব্যারিকেট দেয়। তবে শিক্ষার্থীদের ব্যারিকেড এবং বাঁধা দিয়ে ধরে রাখতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন

এর আগে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরীর সামনে জড় হতে থাকেন৷