রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

Any Akter
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের পেশাজীবি ইউনিট, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরাও র‍্যালিতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এসে মিলিত হোন তারা।


আরও পড়ুন: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখনো ফ্যাসিস্ট ঠিকাদারদের নিরাপদ নিকো বাণিজ্য কেন্দ্র

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলামের সঞ্চালনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ৭ই নভেম্বর এক ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতা ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সেটিই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এতোবছর পরে আজকের এই র‍্যালি প্রমাণ করলো হতাশ হওয়ার কিছু নেই। সামনের দিনগুলোতে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশ দিবেন সেই অনুযায়ী চলবো ও আমরা ধৈর্য ধরে এগিয়ে যাবো।

এদিকে, বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ' সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশ

এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আহবায়ক প্রোগ্রামের আহবায়ক অধ্যাপক ড. মো. গোলাম সাদিক, অধ্যাপক ড. মো. ফজলুল হক, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রশীদ, অধ্যাপক ড. এনামুল হক, অধ্যাপক ড. শেরেজ্জামাব, অধ্যাপক ড. মাসুদুল হাসান খান (মুক্তা), অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক প্রিন্স সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষক ও দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।