বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
ডাকসু নির্বাচনে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা, ২১ প্রার্থী প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ২১ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
এই নির্বাচনের সঙ্গে ১৮টি হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। ছাত্রদল অধিকাংশ হলে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে, তবে পাঁচটি ছাত্রী হলের মধ্যে শুধুমাত্র রোকেয়া হলে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে। অন্যান্য হলের ভিপি ও জিএস পদে ছাত্রদলের প্রার্থী রয়েছেন।
আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের জানিয়েছেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতির চূড়ান্ত রূপরেখা এখনো নির্ধারিত হয়নি। ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, তাদের কর্মীদের প্রতি সমর্থন রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেছেন, কিছু গুপ্ত সংগঠন জোনভিত্তিক ডামি প্রার্থী দাঁড় করিয়েছে। প্রচারণার সময় মবের আশঙ্কা রয়েছে। তিনি প্রশাসনকে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
এদিকে ট্রাইব্যুনাল কমিটি ২৪ আগস্ট সুপারিশ করেছে, জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।