ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার, হল থেকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’কে রুমমেটকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশে সোপর্দ করেছে। একই সঙ্গে হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার ঘোষণা করা হয়েছে।
এই ঘটনার পর জালালের প্রার্থীতা বহাল থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আরও পড়ুন: ডাকসু: জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেকের
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জালাল মঙ্গলবার গভীর রাতে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে টিউবলাইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
রক্তাক্ত অবস্থায় রবিউলকে অন্য শিক্ষার্থীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি অভিযোগ করেন, “জালাল রাত সাড়ে ১২টার দিকে রুমে এসে শব্দ করতে থাকে। বাধা দিলে আমাকে বহিরাগত বলে গালাগাল করে এবং টিউবলাইট দিয়ে আঘাত করে।”
আরও পড়ুন: মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
অন্যদিকে জালাল তার ফেসবুকে নিজের আহত অবস্থার ছবি পোস্ট করে পাল্টা অভিযোগ করেন যে, রবিউল অবৈধভাবে হলে অবস্থান করছিলেন এবং তাকেই আঘাত করেছেন।
ঘটনার পর প্রক্টরিয়াল টিম ও হল প্রাধ্যক্ষ ঘটনাস্থলে পৌঁছান। প্রায় সাড়ে তিন ঘণ্টা কক্ষে অবস্থান করার পর ভোর রাত ৪টার দিকে জালালকে বের করে পুলিশে হস্তান্তর করা হয়।
হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, “জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, জালালকে থানায় সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, “ভোররাত ৪টার দিকে জালালকে থানায় আনা হয়। তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”