এস এম ফরহাদের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিচারপতি এসকে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিট দাখিল হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
রিটটি দায়ের করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদ আলম। আবেদনে বলা হয়েছে, এস এম ফরহাদ অতীতে ছাত্রলীগের কমিটিতে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি ইসলামী ছাত্রশিবির-সমর্থিত জোটের প্রার্থী হয়েছেন, যা প্রশ্নবিদ্ধ। এ কারণে তার প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাকৃবি
রোববারই বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিটের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া যুক্তি উপস্থাপন করবেন, আর ফরহাদের পক্ষে অবস্থান নেবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।