রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ; ৭ জনের প্রার্থীতা বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে সহ-সভাপতি (ভিপি) প্রার্থীসহ সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করার সুযোগ থাকবে বলে জানিয়েছে কমিশন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
আরও পড়ুন: সাত দেশের পাঁচ শতাধিক গবেষক নিয়ে রাবিতে আন্তর্জাতিক সম্মেলন
প্রাথমিকভাবে যে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন— সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও মো. ওমর ফারুক সাফীন।
রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বাতিল হওয়ায় এখন মোট প্রার্থী ৩১৫ জন।
আরও পড়ুন: সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী
এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, "আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন, তার মধ্যে আমরা বিভিন্ন কারণে ৭ জনের প্রার্থীতা বাতিল করেছি। বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে—অনেকের ব্যাংক রশিদ নেই, সাক্ষর নেই, ছবি নেই, অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। তবে আগামীকাল তারা আবেদন করতে পারবেন প্রার্থিতা ফেরতের জন্য। আমরা সেটা দেখব, যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে বিবেচনা করব, আর গ্রহণযোগ্য না হলে সেটা বাতিল থাকবে।"