র্যাব-১৩’র অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ০৩ জন চোরাকারবারী আটক

র্যাব-১৩ এর অভিযানে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ০৩ জন চোরাকারবারী আটক হয়েছে। র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০৩ সেপ্টেম্বর সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০২নং কাটাবাড়ী ইউপির কাটাবাড়ী এলাকার মিজানুর রহমান সুজা (৩৫) এর বসত বাড়ীতে অভিযান চালায়।
অভিযানে বাড়ির পূর্ব পার্শ্বে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভিতর থেকে কষ্টি পাথরের ০১টি ৩৭ কেজি ওজনের, আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের মূর্তিসহ (মা ও শিশু প্রতিকৃতি) অভিযুক্ত এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), আঃ কুদ্দুসের ছেলে গোলাম ফিরোজ লিটন (৩০) ও নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষনপুর বাড়াইশাল পাড়ার অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০) সহ মোট তিনজনকে আলামতসহ আটক করা হয়।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানের ব্যাপক গণসংযোগ