রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা

Any Akter
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তননির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আরও পড়ুন: ঢাবি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদকের ওপর হামলার নিন্দা জানিয়েছে ডাকসু

সোমবার (২২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচনকে বারবার অদৃশ্য প্রভাবের মাধ্যমে বাধাগ্রস্ত করা হচ্ছে।

আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস

নেতৃদ্বয় বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ পর্যায়ে গিয়েও প্রশাসন পরিকল্পিতভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে বারবার তারিখ পরিবর্তন করছে। তারা দাবি করেন, “এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়; বরং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ।”

ছাত্রশিবির অভিযোগ করে, শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে সুবিধা দিয়ে আসছে। ৩০ জুনের মধ্যে তফসিল ঘোষণার কথা থাকলেও তা হয়নি। পরে ২৮ জুলাই তফসিল ঘোষণা করে ১৫ সেপ্টেম্বর নির্বাচন নির্ধারণ করা হয়। পরবর্তীতে তা পিছিয়ে ২৫ সেপ্টেম্বর করা হলেও নির্বাচনের ঠিক আগমুহূর্তে আবার ১৬ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। শিবিরের শীর্ষ নেতারা বলেন, “প্রশাসন পরিবর্তিত তারিখে নির্বাচন আয়োজন করতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। পক্ষপাতমূলক আচরণের কারণে প্রশাসন ইতোমধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।”

বিবৃতিতে তারা আরও অভিযোগ করেন, কোনো কোনো প্যানেল ভরাডুবির আশঙ্কায় নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারিখ পরিবর্তনে তাদের উল্লাসই এর প্রমাণ। এতে প্রার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থেরও অপচয় হচ্ছে।

ছাত্রশিবিরের নেতারা প্রশাসনের সিদ্ধান্তকে “হঠকারী” উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা কোনোভাবেই থেমে থাকবে না। রাকসু নির্বাচনের মধ্য দিয়েই শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি বেছে নেবে এবং সকল ষড়যন্ত্রের জবাব দেবে।