ঢাবি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদকের ওপর হামলার নিন্দা জানিয়েছে ডাকসু

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগতীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসুর পক্ষ থেকে এক প্রেস রিলিজে জানানো হয়, এই হামলায় সংগঠনের সাবেক সমাজসেবা সম্পাদকফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন আহত হয়েছেনডাকসু বলছে, এই ঘটনা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য এক সতর্কবার্তা।

আরও পড়ুন: রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা

সংগঠনটি আরও জানায়, এ ধরনের বর্বরোচিত হামলা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা তৈরি করছে।

আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস

ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “আমরা হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই। একইসাথে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে।”

ডাকসু বরাবরের মতোই গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে দৃঢ় অবস্থানে থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।