জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ৯৮ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৯ লাখের বেশি কর্মকর্তা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪৫ হাজার ৯৮টি। এসব ভোটকেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি এবং ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য হিসাব অনুযায়ী, সারা দেশে মোট ৪৫,০৯৮টি ভোটকেন্দ্র গঠন করা হবে। এসব কেন্দ্রে ভোটারদের সুবিধার্থে ২,৮০,৫৬৪টি ভোটকক্ষ থাকবে।
ভোট গ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ৯,৩১,১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
ইসি কর্মকর্তাদের মতে, চূড়ান্ত তালিকা নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রকাশ করা হবে। কেন্দ্র ও কক্ষের সংখ্যা নির্ধারণে ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান ও নিরাপত্তা বিবেচনা করা হচ্ছে।





