নতুন সিনেমার ঘোষণা করলেন সালমান খান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৪ | আপডেট: ৬:৩৬ পূর্বাহ্ন, ১৩ মার্চ ২০২৪
অভিনেতা সালমান খান। ছবিঃ সংগৃহীত
অভিনেতা সালমান খান। ছবিঃ সংগৃহীত

নতুন সিনেমার ঘোষণা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ঘোষণা দেয়ার পর থেকে অনুরাগীদের মধ্যে বেধেছে নানা কৌতূহল। তার সিনেমা বক্স অফিসে সফল হোক বা না হোক, সালমান খানকে বড় পর্দায় দেখার জন্য সারা বছর অনুরাগীরা অপেক্ষায় থাকেন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রমজান মাস। বিশেষ দিনে ভক্তদের সুখবর শোনালেন ভাইজান। আগামী বছর ইদের উপহারের আগাম ঘোষণা করে দিলেন সালমান।

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

মঙ্গলবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নতুন সিনেমার ঘোষণা করেন সালমান। ক্যাপশনে সালমান লেখেন, খুব আকর্ষণীয় একটা সিনেমার জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য। সালমান জানিয়েছেন সিনেমাটি আগামী বছর ইদে মুক্তি পাবে। তবে এ বার দক্ষিণী পরিচালকের উপর ভারসা রেখেছেন তিনি। দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় এই সিনেমাতে অভিনয় করবেন সালমান। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। 

সালমানের এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, এখনও পর্যন্ত এটাই বছরের সবথেকে বড় সিনেমার ঘোষণা। সাজিদের প্রযোজনায় একাধিক সিনেমাতে দর্শক সালমানকে দেখেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি। অন্য দিকে ‘গজনি’ সিনেমাটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল সিনেমার হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য মুরুগাদস এই প্রথম সালমানকে পরিচালনা করতে চলেছেন। তবে সিনেমার বিষয় নিয়ে আপাতত কোনও তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, সিনেমাতেসালমানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

গত বছর সালমানের তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। বছরের শুরুতেই ‘পাঠান’ সিনেমাতে তার ক্যামিয়ো দর্শকদের মন জয় করে। কিন্তু তার পর ‘কিসি কা ভাই কিসি কি জান’সিনেমাটি দর্শকদের নিরাশ করেছিল। বছর শেষে ‘টাইগার ৩’-এর মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান সালমান। এ বার মুরুগাদস ভাইজানকে বড় পর্দায় কী ভাবে হাজির করেন দেখা যাক।